Main Logo
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২১ ০৯:০৭

জনপ্রিয় হয়ে উঠছে চিত্র নায়িকা মুনমুনের গান বাউলা মাইয়া

নিজস্ব প্রতিবেদক

জনপ্রিয় হয়ে উঠছে চিত্র নায়িকা মুনমুনের গান বাউলা মাইয়া

জনপ্রিয় হয়ে উঠছে চিত্র নায়িকা মুনমুনের গান বাউলা মাইয়া। গত ২৭ জানুয়ারি বুধবার  প্রকাশিত হওয়ার পর বৃহস্পতিবারই চার হাজার মানুষ গানটি দেখেছেন। সময় যতোই গড়াচ্ছে মুনমুনের গাওয়া গানটি ততোই দেখছে মানুষ। ইউটিউবের কমেন্ট বক্সে দেখা গেছে বেশিরভাগ দর্শক শ্রোতা গানের প্রশংসা করেছেন।

এর মধ্যে নিহাজ খান লিখেছেন-নায়িকা থেকে গায়িকা। বেশ ভালই গেয়েছে। মলম সাহেবের চেয়ে অনেক ভাল। আগামীতে এই গানের ভিডিয়ো চাই। অবশ্যই ভিডিয়ো চিত্রে মুনমুন যেন থাকেন। খান সোহাগ লিখেছেন অনেক সুন্দর হয়েছে। শুভ কামনা রইলো। আরো নতুন নতুন গান আমাদের উপহার দিবেন। সৈয়দ জহিরুল ইসলাম লিখেছেন-অসাধারণ হয়েছে গানটা। অমার কাছে খুব ভাল লেগেছে।
  গত  বুধবার ডিএন্ডএমন এন্টারটেইনমেন্ট  নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।  গানের কথা লিখেছেন ওমর ফারুক ফারহান। সুর করেছেন জীবন ওয়াসিফ। সঙ্গীত পরিচালনা করেছেন রোহান রাজ। ভিডিও চিত্র পরিচালানায় ইয়ামিন ইলান।
গত ২৫ বছর  ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছেন মুনমুন। তার অভিনীত শতাধিক ছবি মুক্তি পেয়েছে। অ্যাকশন ধারার ছবিতে অভিনয় করে অল্প দিনেই দশকদের নজরে পড়েন তিনি। ১৯৯৬ সালে মৌমাছি ছবির মাধ্যমে যুক্ত হয়েছিলেন চলচ্চিত্রে। এরপর এক এক করে ছবিতে কাজ করে গেছেন। ছোট বেলায় মুনমুন গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু তার সেই সুযোগ হয়ে উঠছিল না। অবশেষে বাউলা মাইয়া গানের মাধ্যমে তার সেই স্বপ্ন পুরন হলো। 
মুনমুন গানটি গাওয়ার পর প্রথম বারের মতো নিজের গানে নিজে ঠোট মিলিয়ে ভিডিও দৃশ্য অভিনয় করেন। মুনমুন বলেন, ‘এতোদিন অন্য শিল্পীর গাওয়া গানে আমি ঠোট মিলিয়ে অভিনয় করেছি। এবার নিজের গাওয়া গানে নিজেই ঠোট মেলানোতে অন্যরকম অনুভূতি লাগছে।’ তিনি আরো বলেন, ‘প্রথম বারের মতো গান গেয়েছি। শ্রোতা দশকদের যদি ভাল লাগে আরো গাওয়ার আশা রাখছি। সবার কাছে দোয়া চাই।’ 
বাউলা মাইয়া গানের কথায় রয়েছে - আউলা কেশের পাগল বেশের বাউলা মাইয়া/ ডাকছে তোরে দেখনারে তুই এদিক চাইয়া/তোর পরাণে ঢেউ উঠিবে থাকবিরে তাকাইয়া/কষ্ট যতো আছেরে তোর ভুলবি অমায় পাইয়া/ওরে যুবক ডাকছি তোরে আয় না ঘরে /পাগল হবি আমায় দেখে রাখবো অন্তরে/মন মন্দিরে বসত করিস অনেক দিন ধরে/ ডাকছি তোরে পাগল হয়ে ক্যান থাকিস দূরে/ তোর পরানের ঘুড়িটার নাটাই মোর হাতে/ দেহের মাঝে আছেরে মন পাবি এক সাথে/ আমায় রেখে যাস নারে তুই অন্য পথে/তোর কারণে পাগলী হইছি উঠ  প্রেমের রথে।।


 

 

উপরে