Main Logo
আপডেট : ২৯ জুলাই, ২০১৯ ০০:২৮

জঙ্গিরা নিয়ন্ত্রণেই আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জঙ্গিরা নিয়ন্ত্রণেই আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

 

 

জঙ্গিবাদের মূল ‍উৎপাটন এখনও না হলেও জঙ্গিদের নিয়ন্ত্রণে রাখা গেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ১৫ অগাস্ট ও কোরবানির ঈদে নিরাপত্তা নিয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ দাবি করেন।

জঙ্গিদের মূল উৎপাটনে কাজ করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী এখনও উদ্বেগের কোনো কারণ নেই।

“আমরা কিন্তু আগেও বলেছি এবং সব সময় বলেছি, আমরা এ জঙ্গিদের একদম মূল উৎপাটন করতে পারিনি। আমরা তাদেরকে কন্ট্রোলে রেখেছি।”

তিনি বলেন, এই জঙ্গিদের বেড়ে ওঠা দেশেই এবং তাদের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা।

ঢাকার কয়েকটি স্থানে বোমা পাওয়া যাওয়ার ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "যারা এই বোমা রাখার মতো কাজগুলো করেছে, তাদেরকে খুব শিগগিরই ধরা হবে।”

পদ্মা সেতু নিয়ে গুজব প্রসঙ্গে আসাদুজ্জামান কামাল বলেন,  “দেখুন, এদেশ ভালো থাকুক, এগিয়ে যাক, অনেকেই চান না।
“যারা আমাদের স্বাধীনতার সময়ও বিরোধিতা করেছিল। সে সমস্ত শক্তিগুলো মাঝে মাঝে দেশের ক্ষতি করার জন্য, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, দেশকে অকার্যকর করার জন্য নানান ধরনের কর্মকাণ্ড করে থাকে। আমরা সেগুলো ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণে এনেছি।”

পদ্মা সেতুর জন্য 'রক্ত ও মাথা' প্রয়োজন বলে ছড়ানো গুজবকে  ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন  স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “বঙ্গবন্ধু সেতু, মেঘনার উপরে সেতু হয়েছে, বুড়িগঙ্গার উপরে হয়েছে। এসব সেতু কোনোটা চায়না, কোনোটা জাপান তৈরি করেছে। সেখানে তো এ সমস্ত গুজব  কিংবা এ ধরনের ঘটনা ঘটেনি।

“তবে কেন এ সমস্ত কথা পদ্মা সেতুর বিষয়ে আসে? প্রশ্ন আসে, যারা পদ্মা সেতু হোক এটা চান না তারা এই সমস্ত গুজব সৃষ্টি করে একটা অস্থিতিশীল পরিস্থিতি করতে চাচ্ছেন।”

১৫ অগাস্ট ঘিরে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে গোয়েন্দারা তৎপর রয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দিনটি সবাই যেন নিরাপদে পালন করতে পারে, সে ব্যবস্থা সরকার করছে।

ঈদেও ‘যথেষ্ট’ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে তিনি বলেন,  “বন্যায় সড়ক পথের কিছু রাস্তার ক্ষতিসাধন হওয়ায় এবার নৌকা পথে মানুষ বেশি যাতায়াত করবে। নৌপথে অতিরিক্ত যাত্রী বহন রোধে নৌ পুলিশ ও কোস্টগার্ড  সতর্ক থাকবে।”

উপরে