Main Logo
আপডেট : ২০ জুলাই, ২০২০ ১৩:০৬

প্রবল বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ব্যাপক ভোগান্তি

অনলাইন ডেস্ক
প্রবল বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ব্যাপক ভোগান্তি

রাজধানীর বিভিন্ন স্থানে গত রাত থেকে প্রবল বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে বহু এলাকায় পথচারীদের দুর্ভোগে পড়তে হয়।

রাজধানীতে আজ সোমবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে বিভিন্ন স্থানে রাতেও বৃষ্টিপাত হয়েছে।

বৃষ্টির কারণে ধানমন্ডির বিভিন্ন এলাকা, ২৭ নম্বর মোড়, পশ্চিম রাজাবাজার, মিরপুর রোডসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়। এছাড়া জলাবদ্ধতা দেখা দিয়েছে ফার্মগেটের পশ্চিম তেজতুরী বাজারেও।

বৃষ্টি ও জলাবদ্ধতায় কর্মজীবীদের অনেকে ভিজেই কর্মক্ষেত্রে গেছেন। আবার অনেকে জলাবদ্ধতার কারণে বাসা থেকেই বের হতে পারছেন না। বেশ কিছু বাসার নিচতলায় পানি ঢুকে গেছে। কিছু এলাকায় দোকানপাটেও পানি প্রবেশ করেছে।

বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে রাস্তার ওপর গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। ফলে জলজটের পাশাপাশি যানজটও তৈরি হয় এসব এলাকায়।
সূত্র :কালের কণ্ঠ

উপরে