বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করেছে বিজিবি
কক্সবাজারের টেকনাফ থেকে ৩৯ হাজার ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সদও দপ্তর সূত্র জানায়, গত সোমবার রাতে টেকনাফ উপজেলাধীন হ্নীলার লেদা ছ্যুরিখাল এমজি পোষ্ট সংলগ্ন মোচনী লবণ মাঠ বরাবর নাফ নদী দিয়ে ইয়াবার একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পাওে এমন তথ্য পায় বিজিবি। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর বিশেষ টহলদল রাত সাড়ে ৮ টার দিকে ছ্যুরিখাল মোচনী লবণ মাঠ দিয়ে তিনজন ব্যক্তিকে নদীর তীরে উঠতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করে। ইয়াবা কারবারীরা টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই একটি ব্যাগ ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পার্শ্ববর্তী গ্রামের ভিতর দিয়ে পালিয়ে যায়। টহলদল ওই এলাকা তল্লাসি কওে ইয়াবা কারবারীদের ফেলে যাওয়া ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ১ কোটি ১৯ লাখ ৪ হাজার টাকা মূল্যমানের ৩৯,৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।