Main Logo
আপডেট : ২৭ আগস্ট, ২০২০ ১০:১৪

আশুরায় তাজিয়া, শোক বা পাইক মিছিল নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
আশুরায় তাজিয়া, শোক বা পাইক মিছিল নিষিদ্ধ

পবিত্র আশুরায় ঢাকা মেট্রোপলিটন এলাকায় তাজিয়া, শোক বা পাইক মিছিল নিষিদ্ধ করা হয়েছে। গতকাল বুধবার ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারিতে ডিএমপি এলাকার নাগরিকরদের নিরাপত্তা নিশ্চিত করতে পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া/শোক/পাইক মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে ইমাম বাড়াগুলোয় ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন। এসব অনুষ্ঠানে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। 

এই আদেশ পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে।

উপরে