Main Logo
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০ ২৩:৩৬

আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াতে চিঠি

অনলাইন ডেস্ক
আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াতে চিঠি

নভেল করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ইকামা বা ভিসার মেয়াদ অন্তত তিন মাস বাড়াতে সৌদি আরবকে অনুরোধ জানিয়েছে সরকার। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল মঙ্গলবার এক আন্ত মন্ত্রণালয় বৈঠকের পর সৌদি আরব দূতাবাস ও রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে চিঠি পাঠিয়ে ওই অনুরোধ জানানো হয়েছে।

সৌদি আরবগামী ফ্লাইটের টিকিট না পেয়ে বিক্ষুব্ধ সৌদিপ্রবাসীরা গতকাল দুপুরে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনেও অবস্থান নিয়েছিলেন। এর আগে দুই দফায় তিন মাস করে ছয় মাস এবং সবশেষ এক মাসসহ তিনবার বাংলাদেশিদের ইকামার মেয়াদ বাড়ানো হয়েছিল। ওই মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। 

জানা গেছে, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় বৈঠকে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে বলা হয়েছে, বাংলাদেশ সৌদি এয়ারলাইনসের কোনো ফ্লাইট বাতিল করেনি। কয়েক হাজার সৌদিগামী দেশে আটকা পড়েছেন। তাই সৌদি এয়ারলাইনস আটকে পড়া প্রবাসীদের নিতে যে কয়টি ফ্লাইট চালাবে তার সব ফ্লাইটের অনুমতি দেবে বাংলাদেশ। 
সূত্র : কালের কন্ঠ

উপরে