নকল হ্যান্ড স্যানিটাইজার: এসিআইকে কোটি টাকা জরিমানা
বিষাক্ত রাসায়নিক পদার্থ মিথানল দিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরির অপরাধে এসিআই কম্পানিকে এক কোটি টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে বাজারে থাকা হ্যান্ড স্যানিটাইজারগুলো ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে নিয়ে ধ্বংস করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল রবিবার বিকেলে রাজধানীর মিরপুরে এসিআইয়ের ডিপোতে অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
সারোয়ার আলম সাংবাদিকদের জানান, সম্প্রতি এসিআইয়ের গাজীপুরের কারখানায় অভিযান চালিয়ে তাঁরা নকল হ্যান্ড স্যানিটাইজারের সন্ধান পান। ওই সময় সেখানকার কারখানা সিলগালা করে দেওয়া হয়। সেই সঙ্গে জরিমানা করা হয় ১৭ লাখ টাকা। সে সময় তাদের এ ধরনের প্রতারণা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা সে নির্দেশনা মানেনি।
গোপন তথ্যে তারা জানতে পারেন তৈরীকৃত নকল হ্যান্ড স্যানিটাইজার বাজারে রয়েছে। তাই রবিবার মিরপুর ডিপোতে থাকা হ্যান্ড স্যানিটাইজারগুলো পরীক্ষা করা হয়। পরীক্ষায় ফের নকল ধরা পড়ে। তাই কম্পানিটিকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে বাজারে সরবরাহকৃত হ্যান্ড স্যানিটাইজারগুলো প্রত্যাহার করে ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে।