ধানভর্তি ট্রাকে মিলল ফেনসিডিল

ধানভর্তি ট্রাকে এবার মিলল ফেনসিডিল। র্যাব-৪ এর অভিযানে রাজধানীর কল্যাণপুরে মিনিট্রাকে ধানভর্তি বস্তা হতে ১৯৮৫ বোতল ফেনসিডিল উদ্ধারঃ করা হয়। গ্রেপ্তার করা হয় ২ মাদক কারবারীকে।
র্াব জানায়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-৪ এলিট ফোর্স হিসেবে "বাংলাদেশ আমার অহংকার" এই স্লোগান নিয়ে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট, মাদকদ্রব্য মজুদকারী ও বাজারজাতকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ২৪ ডিসেম্বর,২০২০ ইং তারিখ ২২.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি বিশেষ আভিযানিক দল রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মিনিট্রাকে অভিনব কৌশলে বহনকৃত ২২টি ধানভর্তি বস্তা হতে ১৯৮৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ১। আফাজ উদ্দিন (৩৩) জেলা-টাঙ্গাইল এবং ২। মোঃ রুবেল মিয়া (২৭) জেলা-জামালপুর'দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে অবৈধভাবে বাংলাদেশে আসা ফেনসিডিল ক্রয় করে অভিনব ও নিত্য নতুন কৌশল যেমন- মিনিট্রাকে ধানভর্তি বস্তায় ফেনসিডিল বহনের মাধ্যমে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিলো।
অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।