হেফাজত নেতা মামুনুল হক ৭ দিনের রিমাণ্ডে
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্ত্বরের ঘটনায় মতিঝিল থানায় করা মামলায় ৩ দিন ও সম্প্রতি মোদী বিরোধী আন্দোলনের সময়, ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় পল্টন থানার করা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২০ দিনের রিমান্ড আবেদন করলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। মামুনুল হককে গত ১৮ এপ্রিল গ্রেফতার করা হয় রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার একিটি মাদ্রাসা থেকে। আজ সোমবার রিমান্ড আবেদন শুনানীর পর এই রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ৩ এপ্রিল সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে এক নারীসহ ধরা পড়ার পর থেকেই মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মামুনুল হক। ঘটনার পর থেকেই পুলিশ তাকে নজরদারির মধ্যে রেখেছিল। এ ঘটনার পর হেফাজতের বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়।