Main Logo
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১ ১৭:১৩

ছয় ঘন্টা পর এক ব্যাক্তিকে সুয়ারেজ লাইন থেকে জীবীত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
ছয় ঘন্টা পর এক ব্যাক্তিকে সুয়ারেজ লাইন থেকে জীবীত উদ্ধার


অনেকটা অবিশ্বাস্য ঘটনা। সুয়ারেজ লাইনের ভেতরে পড়ে যাওয়ার ছয় ঘন্টা পর উদ্ধার করা গেছে ৪০ বছর বয়সি এক ব্যক্তিকে। তার পরিচয় জানা যায়নি। উদ্ধারের পর তিনি অসুস্থ হয়ে পড়েছেন। 
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় মিরপুর-১২ কালসিতে সুয়ারেজ লাইনের একটি ড্রেনে পড়ে নিখোঁজ হন ৪০ বছর বয়সের ওই পুরুষ। এরপর ছয় ঘণ্টার চেষ্টায় বিকেল ৩টার সময় জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিদল। উদ্ধারকৃত ব্যক্তিকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মিরপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহাব উদ্দিন গণমাধ্যমকে জানান, প্রায় দুই কিলোমিটার দূরে কালাপানি খাল অংশে পানি থেকে উঠে পাশেই ময়লার স্তুপের ওপরে অচেতন হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। তিনজন ডুবুরি পুরো খালে তল্লাশি করে খুঁজতে খুঁজতে শেষ মাথায় গিয়ে তাকে পাওয়া যায়। লোকটি মানসিক ভারসাম্যহীন। ধারণা করা হচ্ছে স্রোতে ভেসে দুই কিলোমিটার দূরে যাওয়ার পরে নিজেই ময়লার স্তুপের ওপরে উঠে অচেতন হয়ে পড়েন তিনি। তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, লোকটি এখন কিছুটা সুস্থ। প্রাথমিকভাবে মনে হচ্ছে সে ভারসাম্যহীন। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

 

উপরে