Main Logo
আপডেট : ৮ মার্চ, ২০২২ ১৫:৫৪

ভুয়া মুফতি ও হাফেজ পরিচয়ে প্রতারণা মূল হোতা সহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ভুয়া মুফতি ও হাফেজ পরিচয়ে প্রতারণা মূল হোতা সহ ৫ জন গ্রেফতার
ভুয়া মুফতি ও হাফেজ পরিচয় দিয়ে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে প্রতারণাকারী চক্রের মূল হোতা সহ ৫ জনকে গ্রেফতার করেছে সিআইডি। সিআইডি জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ নিজেদেরকে ঢাকা শহরের বিভিন্ন মসজিদের ইমাম পরিচয় দিয়ে নামের সাথে মুফতী ও হাফেজ টাইটেল ব্যবহার পূর্বক বিভিন্ন শ্রেনীর সরকারী/বেসরকারী উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়ীদের নিকট ফোন দিয়ে বিভিন্ন ধরনের গল্প সাজিয়ে প্রতারনা করে আসছিল। যেমন তারা কখনো মসজিদের মোয়াজ্জেম/তার স্ত্রী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে মর্মে ভুয়া তথ্য দিয়ে হাসপাতালের বড় অংকের চিকিৎসা খরচ প্রদান করতে না পারায় হাসপাতাল থেকে লাশ বের করে দাফন-কাফন করতে পারছেন না জানিয়ে সাহায্য সহযোগিতা চায়। এরা টার্গেটকৃত ব্যক্তির নাম ঠিকানা ও পদবী জেনে নিকটস্থ বড় মসজিদের ইমাম পরিচয় দিয়ে ফোন দেয়। এভাবে চক্রটি জনপ্রতি ২০/২৫ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছিল। বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ বিষয়ে সিআইডিতে অবহিত করলে অনুসন্ধান করে সংঘবদ্ধ চক্রটিকে সনাক্ত করে এবং চক্রের মূল হোতা মোঃ আব্দুল মান্নান শেখসহ চক্রের ০৫(পাঁচ) জনকে মিরপুর পল্লবী থানা ও তুরাগ এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে বিভিন্ন কøাব ও এসোসিয়েশন মেম্বারদের নাম ঠিকানা ও ব্যক্তিগত তথ্য সহ মোবাইল নাম্বার সম্বলিত ডাইরেক্টরী বহি উদ্ধার করা হয়। তন্মধ্যে ঢাকা গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, ঢাকা ক্লাব, ঢাকা গলফ ক্লাব, চিটাগাং বোট ক্লাব, বারিধারা কসমোপলিটন ক্লাব, মহাখালী ডিওএইচএস কাউন্সিল, ঢাকা ইউনিভারসিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন মেম্বারদের ডাইরেক্টরী বহি সহ সর্বমোট ৩৫(পয়ত্রিশ) টি ডাইরেক্টরী বহি উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। উক্ত আসামীদের দেওয়া তথ্য মোতাবেক চক্রের অন্যতম হোতা মোঃ শওকতকে তুরাগ থানা এলাকা হতে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতেও বিভিন্ন কøাব ও এসোসিয়েশন মেম্বারদের নাম ঠিকানা ও ব্যক্তিগত তথ্য সহ মোবাইল নাম্বার সম্বলিত ১৫(পনের)টি ডাইরেক্টরী বহি উদ্ধার করা হয়। আসামীদের নিকট থেকে উদ্ধারকৃত মোবাইলের বিকাশ নম্বরের স্টেটমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, প্রতি মাসে প্রত্যেকে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা এভাবে হাতিয়ে নিত। ডাইরেক্টরী বহিতে কে টাকা দিয়েছে, কে কখন দিবে, কে কেমন ব্যবহার করেছে ইত্যাদি কমেন্ট লিখে রাখত। আসামীগন করোনাকলীন সময়ে অর্থাৎ দুই বছরের অধিক সময় ধরে এই প্রতারনা করে আসছে বলে জানা যায়। আসামী ও উদ্ধারকৃত আলামত সিআইডি হেফাজতে আছে। আসামীর নাম ও ঠিকানাঃ- (১) আব্দুল মান্নান শেখ (৪২) রাজবাড়ী (২) মোঃ কামরুল@কামরুজ্জামান(৩৪) ভাঙা ফরিদপুর (৩) আসাদুল্লাহ আল গালিব(২৬) কেশবপুর যশোর (৪) মোঃ আমিনুর রহমান (৩৯) কেশবপুর যশোর ও (৫) মোঃ শওকত আলী খান সাগর(৪৩) গোপালগঞ্জ। জব্দকৃত আলামত এর বিবরণঃ- (১) ১৬ (ষোল)টি বিভিন্ন অপারেটরের সীম সহ ০৮(আট)টি মোবাইল। (২) গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, ঢাকা ক্লাব, ঢাকা গলফ ক্লাব, চিটাগাং বোট ক্লাব, বারিধারা কসমোপলিটন ক্লাব, মহাখালী ডিওএইচএস কাউন্সিল, ঢাকা ইউনিভারসিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন মেম্বারদের ডাইরেক্টরী বহি সহ সর্বমোট ৫০(পঞ্চাশ)) টি ডাইরেক্টরী বহি।
উপরে