কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে সাড়ে তিন লাখ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে সাড়ে তিন লাখ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । বিজিবি সদর দপ্তর জানায়, আজ রবিবার (১৫ অক্টোবর) দুপুরে বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ টেকনাফ সীমান্তের উত্তর নাজিরপাড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি হতে একটি টহলদল বর্ণিত এলাকায় গমন করতঃ তল্লাশি অভিযান পরিচালনা করে। আনুমানিক বিকেল ০৪.৩০ ঘটিকায় বিজিবি টহলদল তল্লাশি করে বর্ণিত এলাকার আইয়ুবের বাড়ীর পিছনে কচু ক্ষেতের মধ্যে মাটির নীচে লুকায়িত পলিথিনে মোড়ানো একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে তার ভেতর হতে ২,০০,০০০ (দুই লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।অপরদিকে, গতকাল ১৪ অক্টোবর ২০২৩ তারিখ রাতে নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ নাফ নদী সংলগ্ন দেড় নম্বর নামক এলাকায় দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে এমন তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র আভিযানিকদল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি কাঠের নৌকা জব্দ করতে সক্ষম হয়। উভয় অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও তাদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।