প্রেমিকাকে বালিশ চাপা দিয়ে হত্যাকারী রাশেদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব
প্রেমিকাকে বালিশ চাপা দিয়ে হত্যাকারী রাশেদ হোসেন (২৩)কে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানায়, র্যাব-৪ এর একটি আভিযানিক দল ১৯ অক্টোবর ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে চাঞ্চল্যকর ও ক্লুলেস গার্মেন্টসকর্মী রুনা আক্তার (২৬) হত্যাকান্ডের প্রধান আসামী রাশেদ হোসেন (২৩)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গত ১৭ অক্টোবর ঢাকা জেলার আশুলিয়া থানাধীন রনস্থল বটতলা এলাকায় একটি টিনশেড ভাড়া বাসা হতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করে। পরবর্তীতে উক্ত বাসা থেকে এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। নৃশংস এই হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে আশুলিয়া থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়। র্যাব-৪ উক্ত হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা নজদারী বৃদ্ধি করে এবং ১৯ অক্টোবর উক্ত হত্যাকান্ডের মূল হোতা রাশেদ হোসেন (২৩), জেলা-রাজবাড়ী’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম গার্মেন্টসে চাকুরী করার সুবাদে ঢাকা জেলার আশুলিয়ার বটতলা এলাকায় একটি টিনসেড বাড়িতে ভাড়া নিয়ে থাকতো। গ্রেফতারকৃত আসামী রাশেদ ও ভিকটিম একই টিনসেড ভাড়া বাসায় আলাদা আলাদা রুমে থাকার সুবাদে বিগত ০৩ মাস পূর্বে ভিকটিমের সাথে গ্রেফতারকৃত আসামীর পরিচয় হয় এবং এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ভিকটিম গত ০১ মাস ধরে গ্রেফতারকৃত আসামী’কে বিয়ের ব্যাপারে চাপ দিতে থাকলে গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে বিয়ে করবে বলে কালক্ষেপণ করতে থাকে। গত ১৫ অক্টোবর ২০২৩ তারিখ রাতে গ্রেফতারকৃত আসামী ভিকটিমের সাথে দেখা করার জন্য ভিকটিমের রুমে প্রবেশ করলে ভিকটিম গ্রেফতারকৃত আসামী’কে বিয়ের ব্যাপারে পুনঃরায় চাপ দেয়ায় উভয়ের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে গ্রেফতারকৃত আসামী ক্ষিপ্ত হয়ে ভিকটিম’কে ঘরের মেঝেতে ফেলে মুখে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী ভিকটিমের ব্যবহৃত একটি ওড়না ভিকটিমের গলায় পেচিয়ে ভিকটিম’কে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে ঘটনাস্থল হতে পলিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামী’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।