Main Logo
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৩ ২০:৫২

মহাসমাবেশের বিষয়ে বিএনপি যে চিঠি দিয়েছে পুলিশকে

নিজস্ব প্রতিবেদক
মহাসমাবেশের বিষয়ে বিএনপি যে চিঠি দিয়েছে পুলিশকে

মহাসমাবেশের বিষয়ে বিএনপি যে চিঠি দিয়েছে পুলিশকে

মহাসমাবেশের বিষয়ে পুলিশের তরফ থেকে বিএনপির কাছে জানতে চাওয়া হয়েছিল। তার উত্তরে গতকাল বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠি ডিএমপির পল্টন থানার ওসি বরাবর পাঠানো হয়। তাতে উল্লেখ করা হয়েছে, ডিএমপির তরফ থেকে সাতটি বিষয় জানতে চাওয়া হয়েছে। উত্তরে জানানো হয়েছে
১. সমাবেশ বেলা ২ টায় শুরু হবে। মাগরিবের আযানের আগে শেষ হবে। 
২.সমাবেশে এক লক্ষ থেকে দুই লক্ষ লোক হতে পারে।
৩. সমাবেশটি পশ্চিমে বিজয়নগর মোড় এবং পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত বিস্তৃত হতে পারে।
৪. বিজয় নগর ও ফকিরাপুল পর্যন্ত র্কিছু দূর দূর পর্যন্ত মাইক লাগােনা হবে। 
৫. বিএনপি ছাড়া অন্যকোন রাজনৈতিক দলের নেতা কর্মী অংশ গ্রহণ করবেন না।
৬. সমাবেশের আভ্যন্তরীন শৃঙ্খলা রক্ষার জন্য দলের নিজস্ব সেব্চচ্ছা সেবকবৃন্দ দায়িত্ব পালন করবেন। যার সংখ্যা হবে ৫০০ জন।
৭. ২৮ অক্টোবরের শান্তিপূর্ন সমাবেশ নয়াপল্টনস্থ বিএনপির প্রধান কার্যালয়ের সামনেই আয়োজনের সকল প্রস্তুতি ইতিমধ্য সম্পন্ন হয়েছে।অন্য কোন ভেনু্তে যাওয়া সম্ভব হবে না। 

 

উপরে