Main Logo
আপডেট : ১ নভেম্বর, ২০২৩ ১৮:৪২

বিদেশে বাংলাদেশি নারী কর্মী ১১ লাখ ৬৬ হাজার: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বিদেশে বাংলাদেশি নারী কর্মী ১১ লাখ ৬৬ হাজার: মন্ত্রী

বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো নারী কর্মীর সংখ্যা ১১ লাখ ৬৬ হাজার ১৭৬ জন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বুধবার (১ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে আদিবা আনজুম মিতার এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। বুধবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

তিনি বলেন, বাংলাদেশ থেকে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে প্রেরিত নারী কর্মীর সংখ্যা ১১ লাখ ৬৬ হাজার ১৭৬ জন। বর্তমানে যেসব দেশে নারী কর্মীর চাহিদা বেশি তার মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, মরিশাস, লেবানন, বাহরাইন অন্যতম। নারী শ্রমিকরা যেন কোনো বৈষ্যম্যের শিকার না হয় সেজন্য সর্বদা সরকারের নজরদারি ও উদ্যোগ অব্যাহত আছে।

মন্ত্রী বলেন, প্রবাসে নারী কর্মীদের সুরক্ষা প্রদানের লক্ষ্যে সৌদি আরব, জর্ডান, ওমান এবং লেবাননে ছয়টি সেফহোম রয়েছে। আইনগত জটিলতা থাকলে নারী কর্মীদের এসব সেফহোমে রেখে সব আইনি সহায়তা প্রদানপূর্বক প্রয়োজনে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়ে থাকে।

সৈয়দ আবু হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক পাঠানো হয়ে থাকে। ২০২২-২৩ অর্থবছরে বোয়েসেলের মাধ্যমে চাকরি নিয়ে নিয়ে জর্ডান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে গমনকারী কর্মীর সংখ্যা ১৫ হাজার ২৯৪ জন। এরমধ্যে পুরুষ কর্মী ৮ হাজার ২৮৫ জন এবং নারী কর্মীর সংখ্যা ৭ হাজার ৯ জন।

 

উপরে