Main Logo
আপডেট : ২ নভেম্বর, ২০২৩ ২৩:০৩

প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ নিতে আহ্বান জাতীয় পার্টির

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ নিতে আহ্বান জাতীয় পার্টির

সবকিছুর ঊর্ধ্বে উঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক বলেন, ‘জাতির পিতার কন্যা হিসেবে প্রধানমন্ত্রীর অনেক দায়িত্ব। প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, কে কী বলল, কী সমালোচনা করল—এগুলোর ঊর্ধ্বে উঠে সমস্ত রাজনৈতিক দলকে নির্বাচনের বিষয়ে এক টেবিলে আলোচনা করার জন্য উদাত্ত কণ্ঠে আহ্বান জানান, দেশের মানুষ এ জিনিসটা চাইতেছে।’

বিএনপির উদ্দেশে মুজিবুল হক বলেন, ‘বিরোধী দল...মাঠে যে আছে বিএনপিসহ তাদের বলব আপনারাও আল্লাহরস্তে জনগণের দিকে তাকিয়ে শর্ত বাদ দিয়ে, পূর্বশর্ত না করে, টেবিলে এসে আলোচনা করেন।’ মুজিবুল হক বলেন, বড় দল হিসেবে আওয়ামী লীগ ও বিএনপির দায়িত্ব হচ্ছে জনগণের দিকে তাকিয়ে দফা, ইগো বাদ দিয়ে এক টেবিলে বসে আলোচনা করা। ইচ্ছে করলে এক টেবিলে বসে সংবিধানের মধ্যে থেকে নিরপেক্ষ নির্বাচনের পথ বের করা সম্ভব।

 
 
উপরে