ঢাকায় এবার প্রাইভেটকারে আগুন
বিএনপি-জামায়াতের টানা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথমদিন রোববার (৫ নভেম্বর) রাতে রাজধানীর পলাশী মোড়ে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি পরিত্যক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়েছিল। রোববার রাত সোয়া দশটার দিকে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
এদিকে রাত ১০ টার দিকে কারওয়ান বাজার রেল ক্রসিংয়ের সামনে একটি পিক-আপ ভ্যানে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। দুর্বৃত্তরা পিক-আপ ভ্যানের পেছনে থাকা একটি সোফা সেটে আগুন দেয়। পিক-আপ ভ্যান চালক সোফাটি ফেলে পিক-আপ নিয়ে চলে যায়। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। অবরোধের প্রথম দিন সন্ধ্যায় রাজধানীর মিরপুর ও বাংলামোটরেও বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।