১৬ বাসে অগ্নিসংযোগ
বিএনপির ডাকা অবরোধ চলাকালে ৮ নভেম্বর বুধবার সকাল ৬ থেকে ৯ নভেম্বর বৃহস্পতিবার রাত সোয়া ১১ টা পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১৬টি আগুনের সংবাদ পাওয়া গেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর জানায়, পরিসংখ্যানে দেখা গেছে, সারাদেশে প্রতি ৩ ঘণ্টায় ১টি করে পরিবহন এবং প্রতি ৪ ঘন্টায় ১টি করে বাসে আগুনের ঘটনা ঘটেছে। এদিকে ঢাকা সিটিতে প্রায় ৬ ঘণ্টায় ১টি করে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সারাদেশে ১৫টি আগুনের ঘটনার মধ্যে ঢাকা সিটিতে (হাজারীবাগ, তাতীবাজার, কাকলি, মিরপুর, ধানমন্ডি, বারিধারা, মাতুয়াইল) ৭টি, ঢাকা বিভাগে (গাজীপুর) ৩টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি) ১টি, রাজশাহী বিভাগ (শিবগঞ্জ, বগুড়া) ১টি, বরিশাল বিভাগে (গৌরনদী, বরগুনা) ২টি, চট্টগ্রাম বিভাগে (নোয়াখালী) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বাস, ৪টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাক পুড়ে যায়। খবর ফায়ার সার্ভিস মিডিয়া সেল।
৮ও ৯ নভেম্বর বিস্তারিত
৫.২৫-কালীগঞ্জ গাজীপুর, ১টি কাভার্ড ভ্যানে আগুন
১০.১৫-মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, ১টি কাভার্ড ভ্যানে আগুন
১৮.০৮- মাওনা শ্রীপুর, গাজীপুর, ১টি বাসে আগুন
১৯.২৫-তাতীবাজার মোড়, সদরঘাট, ১টি আকাশ পরিবহন নামে বাসে আগুন
২০.০৮-কাকলি পুলিশ ফাড়ির সামনে, বনানী, ১ টি মিনিবাসে আগুন
২০.৫৫-চন্ডিপাড়া, শিবগঞ্জ, বগুড়া, ১টি ট্রাকে আগুন
২১.১৫-আমতলী, বরগুনা, ১টি সাকুরা পরিবহন বাসে আগুন
২১.২২-ঝিগাতলা, ধানমন্ডি, ১টি রমজান পরিবহন নামে বাসে আগুন
২৩.২৭- বাটাজোর, গৌরনদী, ১টি কাভার্ড ভ্যানে আগুন
১.৪৫-শ্রীপুর, গাজীপুর, ১টি কাভার্ড ভ্যানে আগুন
০২.০০-আমিনবাজার, বেগমগঞ্জ, নোয়াখালী, ১টি ট্রাকে আগুন
০৪.৪৫- বেরিবাধ, হাজারীবাগ, ১টি ভিআইপি পরিবহন নামে বাসে আগুন
০৫.৩৭-মিরপুর ১৩, প্রজাপতি পরিবহন নামে ১টি বাসে আগুন।
১৪.২৫-বাশতলা, শাহজাদপুর, বাড্ডা, রাইদা পরিবহন ১টি বাসে আগুন
১৮.৪৩-মাদ্রাসা বাজার রোড, মাতুয়াইল, যাত্রাবাড়ি, আসিয়ান পরিবহন ১টি বাসে আগুন।
সময়: ২৩:১০ ঘটিকা।
স্থান: রয়েল সিটি গেট, নয়তলা ভবনের পাশে, দিয়াবাড়ি, মিরপুর। ট্রান্স সিলভা পরিবহনের একটি বাসে আগুন।