অবরোধে আরো ১৪ বাসে আগুন
অবরোধে আরো ১৪ বাসে আগুন দিয়েছ উচ্ছৃঙ্খল জনতা। ফায়ার সার্ভিস জানায়, ১২ নভেম্বর রবিবার থেকে ১৩ নভেম্বর সন্ধ্যা ৬.৩০টা (অবরোধের ২দিন) পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক মোট ১৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। ঢাকা সিটিতে ৮টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, সাভার, ফরিদপুর) ৩টি, বরিশাল বিভাগ (বরিশাল সদর) ১টি, রাজশাহী বিভাগে (নাটোর) ১টি, রংপুর বিভাগে (দিনাজপুর) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ১১টি বাস, ১টি নছিমন, ১টি ট্রাক, ১টি নছিমন পুড়ে যায়। এছাড়া ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক অগ্নিকাণ্ড নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ১৪১টি ইউনিট এবং ৭৭৬ জন জনবল কাজ করে। খবর ফায়ার সার্ভিস মিডিয়া সেল।
১২ ও ১৩ নভেম্বর এর বিস্তারিত
৩.৩৫- বিভাগীয় পুলিশ কার্যালয়ের সামনে, বরিশাল, মা এন্টারপ্রাইজ নামে ১টি বাসে আগুন
৬.০৯-সুত্রাপুর। মালঞ্চ পরিবহন নামে ১টি বাসে আগুন।
১৩.১০-মিরপুর ১০ গোলচত্বর, প্রজাপতি পরিবহন নামে ১টি বাসে আগুন
১৮.৩৭-২ নং ঢাকেশ্বরি, সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ১টি মিনিবাসে আগুন
২০.২০-নাবিস্কো মোড়, তেজগাঁও। শ্যামল বাংলা পরিবহন নামে ১টি বাসে আগুন
২১.২৫- বলিয়ারপুর, সাভার, ইতিহাস পরিবহন নামে ১টি বাসে আগুন
২১.২৫-পুঠিয়া,নাটোর, ১টি নছিমন আগুন
১.০৫-সবুজবাগ, মুগদা, ১টি কাভার্ড ভ্যানে আগুন
২.৪০-জনপথ রোড, সায়েদাবাদ, বলাকা পরিবহন নামে ১টি বাসে আগুন
৫.৩০-মিরপুর ৬, ইতিহাস পরিবহনে আগুন
৫.৩৯-দিনাজপুর মেডিকেল মোড়, ১টি ট্রাক
৯.০৬- পলওয়েল মার্কেট, উত্তরা, প্রজাপতি পরিবহন।
১৮.১৬- শনির আখড়া, মৌমিতা পরিবহন নামে ১টি বাসে আগুন