Main Logo
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৩ ১৪:০১

তেজগাঁওয়ে ৪৮ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ এক মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
তেজগাঁওয়ে ৪৮ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ এক মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ৪৮ কেজি গাঁজা ও কার্ভাডভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর গোয়েন্দা-তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ সাইফুল ইসলাম। মঙ্গলবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

অভিযানের নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার এম. রাকিবুল হাসান ভূঞা ডিএমপি নিউজকে জানান, মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালীন তথ্য আসে, তেজগাঁওয়ের বিআরটিসি ট্রাক ডিপোর বিপরীত পাশের রাস্তায় কতিপয় মাদক কারবারী গাঁজা বিক্রির জন্য কার্ভাডভ্যানসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে সঙ্গীয় ফোর্সসহ সু-কৌশলে অভিযান পরিচালনা করে কার্ভাডভ্যানটি আটক করা হয়। এসময় সাইফুল নামের একজনকে গ্রেফতার করা হয়। পরে কার্ভাডভ্যানটি তল্লাশি করে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত কার্ভাডভ্যানটিও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত সাইফুল কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের কাওরান বাজার ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে স্বীকার করেছে।

ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই গোয়েন্দা পুলিশ কর্মকর্তা।

উপরে