২৪ ঘন্টায় ৫টি গাড়িতে আগুন
২৮ নভেম্বর সকাল ৬টা থেকে আজ ২৯ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা ৫টি যানবাহনে আগুন লাগানোর সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ১টি, গাজীপুরে ২টি, বাগেরহাটে ১টি ও সিরাজগঞ্জে ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩টি বাস ও ২টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮ ইউনিট ও ৪২ জন জনবল কাজ করে।
উল্লেখ্য, ২৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক মোট ২২৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় আগুন দেয়া হয়েছে-
২৮ নভেম্বর : ১৩:৫০ ঘটিকায় গাজীপুর সদরের ধীরাশ্রম রোডে ১টি ট্রাকে আগুন।
২৮ নভেম্বর : ২১:০৫ ঘটিকায় বাগেরহাটের রামপালে ফয়লা বাজারে ‘রোকেয়া পরিবহন’-এর ১টি বাসে আগুন।
২৯ নভেম্বর: ০৩:৩০ ঘটিকায় সিরাজগঞ্জের কামারখন্দ হাটিকামরুল এলাকায় ১টি ট্রাকে আগুন।
২৯ নভেম্বর: ০৫:২৬ ঘটিকায় ঢাকার শ্যামপুরের ধোলাইরপাড়ে ‘তুরাগ পরিবহন’-এর ১টি বাসে আগুন।
২৯ নভেম্বর: ০৬:১৫ ঘটিকায় গাজীপুরের সালনায় ‘মিনহাজ পরিবহন’-এর ১টি বাসে আগুন।