রাজধানীতে ককটেল বিস্ফোরণে আহত ২
রাজধানীর বিজয়নগরে ককটেল বিস্ফোরণে স্বেচ্ছাসেবক লীগের সদস্যসহ দুজন আহত হয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ বিস্ফোরণ ঘটে।বিকেল সাড়ে ৪টার দিকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহতরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল তাহের ভূঁইয়া মুকুট (৩২) ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার এ কে আজাদ (৬৪)।
আহত তাহের ভূঁইয়া জানান, তার বাসা সূত্রাপুরে। মোটরসাইকেল নিয়ে বিজয়নগর থেকে বাসায় ফিরছিলেন। বিজয়নগর মেইন রোডে এলে তার মোটরসাইকেলের পাশে ককটেল বিস্ফোরণ হয়। এতে তার ডান পায়ে একটি স্প্রিন্টার লাগে।
এদিকে আহত আজাদ জানান, তার বাসা বনশ্রীতে। কাকরাইল মোড়ে ‘বলাকা প্রেস অ্যান্ড পাবলিকেশন’ নামে একটি প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার তিনি। মতিঝিল এলাকায় কাজ শেষে রিকশায় করে কাকরাইলের অফিসে ফিরছিলেন। পথে বিজয়নগরে তার রিকশার পাশে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় তার পিঠ ও ডান হাত রক্ত ঝরতে থাকে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সহকর্মীরা পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তাদের অবস্থা শঙ্কামুক্ত।