Main Logo
আপডেট : ৩ ডিসেম্বর, ২০২৩ ১৬:৩৩

আরো ১১ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
আরো ১১ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গত ৩০ নভেম্বর সকাল ৬টা থেকে অদ্য ০৩ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক ১১টি যানবাহনে আগুন লাগানোর সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ৪টি, গাজীপুর ৫টি, সিলেট ১টি ও দিনাজপুর ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩টি কাভার্ড ভ্যান, ৫টি বাস ও ৩টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯ ইউনিট ও ৯৬ জন জনবল কাজ করে। 

বিস্তারিত :
৩০ নভেম্বর : ০৬:৪৪ ঘটিকায় গাজীপুরের জয়দেবপুরে ২টি কাভার্ড ভ্যানে আগুন।
৩০ নভেম্বর : ২২:১৫ ঘটিকায় গাজীপুরের টঙ্গীর মেঘনা রোডে ১টি কাভার্ড ভ্যানে আগুন।
০১ ডিসেম্বর : ০১:৫০ ঘটিকায় সিলেটের ছাতকের জয়কলমে ১টি বাসে আগুন।
০২ ডিসেম্বর : ২২:৪৮ ঘটিকায় ঢাকার সায়দাবাদে ১টি বাসে আগুন।
০২ ডিসেম্বর : ২৩:০০ ঘটিকায় ঢাকার আগাঁরগাও বেতার ভবনের সামনে ‘ভূঞা পরিবহন’-এর ১টি বাসে আগুন।
০২ ডিসেম্বর : ২৩:০৯ ঘটিকায় ঢাকার গাবতলীতে ‘পদ্মা লাইন’-এর ১টি বাসে আগুন।
০৩ ডিসেম্বর : ০১:০১ ঘটিকায় দিনাজপুরের রামপুর বাজারে ১টি ট্রাকে আগুন।
০৩ ডিসেম্বর : ০৫:০০ ঘটিকায় ঢাকার সবুজবাগে ১টি বাসে আগুন।
০৩ ডিসেম্বর : ০৫:১৮ ঘটিকায় গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে ১টি ট্রাকে আগুন।
০৩ ডিসেম্বর : ০৫:৩৫ ঘটিকায় গাজীপুরের কালিয়াকৈরে গোয়াল বাতান-বাইপাসে ১টি ট্রাকে আগুন।

উল্লেখ্য, ২৮ অক্টোবর থেকে ০৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক মোট ২৪৪টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ২৩৮টি যানবাহন ও ১৫টি স্থাপনায় অগ্নিসংযোগ এবং ১টি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা রয়েছে। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে : বাস ১৪৯টি, ট্রাক ৩৯টি, কাভার্ড ভ্যান ২০টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২২টি। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

উপরে