২ নাশকতাকারীকে গ্রেফতার করেছে র্যাব
পুলিশের কাজে বাঁধা দান ও হত্যার উদ্দ্যেশ্যে হামলা সংক্রান্ত নাশকতার মামলায় ০২ জন নাশকতাকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০। গতকাল ০৩ ডিসেম্বর সন্ধ্যায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানার মামলা নং-১৮ তাং- ০৫/১১/২৩ খ্রিঃ ধারা- ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩৫৩/৩৩২/৪৩৫/৪২৭ দÐ বিধি তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি ধারা ; মামলার এজাহার ভুক্ত পলাতক আসামী যুবদল সদস্য মোঃ নাজমুজ সাকিব (২৫), পিতা-মৃত হাবিবুর রহমান হাবু, সাং- বাসা নং-৬৬/১,মীরহাজিরবাগ, থানা-যাত্রাবাড়ী, জেলা-ঢাকা’কে গ্রেফতার করে।
এছাড়া অদ্য ৪ ডিসেম্বর সকালে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন খিরগ্রাম এলাকা হতে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার মামলা নং-২১ তারিখ-২৯/১০/২০২৩ ইং, ধারা- ১৪৩/১৮৬/৩৩২/৩৪২/৩৫৩/৪২৭/৪৩৬/৩৪ পেনাল কোড ১৮৬০, তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪/৬ ধারা; মামলার এজাহার ভুক্ত পলাতক আসামী জাহিদ হোসেন (৪৫), পিতা- মৃত আঃ মান্নান মোল্লা, সাং- গুনবহা, থানা- বোয়ালমারী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। এছাড়াও তারা ইতোপূর্বে রাজধানীর কামরাঙ্গীচর, কদমতলী, যাত্রাবাড়ী এবং ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় গাড়ী ভাংচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতা মূলক কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।