আগুন দেয়ার সরঞ্জামাদিসহ যুবক গ্রেপ্তার
শ্যামপুর থানা, ডিএমপিতে চেকপোস্ট করাকালীন সময়ে আগুন দেয়ার সরঞ্জামাদি পেট্রোল, লাইটার ও সুতি কাপড়ের ছোট টুকরাসহ এক যুবক গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, এসআই (নিঃ)/ মোঃ নজরুল ইসলাম সিকদার তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ইং-০৪/১২/২০২৩ তারিখ অনুমান ১৫.৪৫ ঘটিকার সময় জুরাইন রেল গেইট বিক্রমপুর প্লাজার সামনে চেকপোস্ট করাকালীন ধৃত আসামী মোঃ হেদায়েত উল্লাহ (৩৫), পিতা-মোহাম্মদ আলী, মাতা-রহিমা বেগম, সাং-বাইশগাও, থানা- মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা। বর্তমানে- আলমবাগ, থানা-কদমতলী, ঢাকার দেহ তল্লাশী করিয়া তাহার সাথে থাকা কাপড়ের শপিং ব্যাগের ভিতরে ছোট বোতলে ২৫০এমএল পরিমান পেট্রোল, গ্যাসলাইটার ও সুতি কাপড়ের ছোট টুকরা পাওয়া যায়। পেট্রোল সংক্রান্তে তাহাকে জিজ্ঞাসাবাদে ধৃত আসামী কোন সদুত্তর দিতে পারে নাই। নাশকতা কাজে উক্ত পেট্রোল ব্যবহার করিবে মর্মে প্রাথমিক ভাবে জানা যায়। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে।
উদ্ধারকৃত আলামত পেট্রোল ২৫০এমএল এর বোতল লাইটার ১টা সুতি কাপড়ের ছোট টুকরা