Main Logo
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩ ১৯:৫১

আত্মসমর্পন করা চরমপন্থিদের এক লাখ করে আর্থিক সহায়তা দিচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আত্মসমর্পন করা চরমপন্থিদের এক লাখ করে আর্থিক সহায়তা দিচ্ছেন প্রধানমন্ত্রী

আত্মসমর্পন করা চরমপন্থিদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর তরফ থেকে ১ লাখ টাকা করে আর্থিক সহযােগিতা দেয়া হচ্ছে। আগামীকাল সকাল সোয়া ১০ টায় সিরাজগঞ্জের র‍্যাব-১২-এর  ব্যাটালিয়ন সদর দপ্তরে এ সহায়তা দেয়া হবে। ৩১৪ জন আত্মসমর্পনকারীকে এ সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন র‍্যাব-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ  হােসেন।  
র‍্যাব জানায়,  র‍্যাব ফোর্সেস এর তত্ত্বাবধানে সিরাজগঞ্জে ইতিপূর্বে আত্মসমর্পণ করা চরমপন্থী সদস্যদের পুনর্বাসনের উদ্দেশ্যে এ সহায়তা দেয়া হচ্ছে। প্রত্যেক'কে  প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ১ লাখ টাকা করে  আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হবে। 
আজ সন্ধ্যায় র‍্যাব জানায়, আগামীকাল সকাল সোয়া ১০ টায় সিরাজগঞ্জের র‍্যাব-১২-এর  ব্যাটালিয়ন সদর দপ্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন র‍্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি  এম খুরশীদ হোসেন। এছাড়াও উপস্থিত থাকবেন র‍্যাব ফোর্সেসের এর অতিঃ মহাপরিচালক (অপারেশন্স), র‍্যাব-১২ এর অধিনায়ক, র‍্যাব ফোর্সেস এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উপরে