Main Logo
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৩ ১৮:০৬

বিজয় দিবসের র‍্যালি করতে পুলিশের অনুমতি চাইলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক
বিজয় দিবসের র‍্যালি করতে পুলিশের অনুমতি চাইলো বিএনপি

আজ বিকেল সোয়া চারটার দিকে ১৬ ডিসেম্বর বিজয় র‌্যালি করার অনুমতি চাইতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে গিয়েছিল বিএনপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও জাতীয়তাবদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান খান।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে রাজনৈতিক দলের অনুমতি নেওয়া আমাদের দেশে এক ধরনের সংস্কৃতি সৃষ্টি হয়েছে। এর আগে আমাদের ইফতার পার্টিতেও অনুমতি নিতে হয়েছে। এখন এটা হওয়া উচিত নয়। হয়তো সময়ের পরিবর্তনের সাথে সাথে এটাও পরিবর্তন হবে। তবে চলমান সময়ে এটাই হল আমাদের সংস্কৃতি। যে কারণে আমাদের অনুমতি নিতে হয়। অনুমতি না নিলে মনে করে বিনা অনুমতির প্রোগ্রাম। যদি রাজনৈতিক দলের অনুমতি সব সময় লাগে না। কোন কোন ক্ষেত্রে অনুমতি লাগে।

তিনি বলেন, আগামী ১৬ তারিখে আমাদের বিজয় দিবস। এই বিজয় দিবস উপলক্ষে আমাদের পার্টি বিএনপির পক্ষ থেকে আমরা একটা কর্মসূচি নিয়েছি। সেটা হচ্ছে- বর্ণাঢ্য র‍্যালি আমরা আমরা করতে চাই, আমাদের পল্টন অফিস থেকে মগবাজার পর্যন্ত। এই বিজয় দিবসের র‍্যালি করার জন্য আমরা পুলিশ কমিশনারের(ডিএমপি কমিশনার) ওখানে এসেছি। তবে তিনি না থাকায় আমরা অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদের সঙ্গে আমরা কথা বলেছি।আমাদের আবেদনের কপিটা উনি রিসিভ করে নিয়েছেন। বিষয়টি তারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে আগামীকাল আমাদের জানিয়ে দেবেন।'
অনুমতি না দিলে বিএনপি কী প্রোগ্রাম করবে কী-না? এমন প্রশ্নের জবাবে? তিনি বলেন, সেটা পরের কথা, সেরকম হলে পার্টি সিদ্ধান্ত নেবে। আমরা তো একাকী আইসা এক কথা বলতে পারব না।

উপরে