Main Logo
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৩ ১৭:১৩

মাদক সম্রাটসহ গ্রেপ্তার ২

১০ কেজি হেরোইন উদ্ধার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
১০ কেজি হেরোইন উদ্ধার করেছে র‌্যাব

মাটির গর্তে প্লাষ্টিকের ড্রামে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ১০ কেজি হেরোইন উদ্ধার করেছে র‌্যাব।  এতো পরিমান হেরোইন উদ্ধার এটিই প্রথম বলে জানিয়েছ র‌্যাব। এ ঘটনায় মাদক সম্রাট ধুলু সহ ২ জনকে গ্রেফতার করেছে চাপাইনবাবগঞ্জের র‌্যাব-৫।

র‌্যাব জানায়, র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় আজ ১৪ ডিসেম্বর  সকাল ৯ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার চর বাগডাঙ্গা ইউনিয়নে র‌্যাব-৫ এর অভিযানে মাটির গর্তে প্লাষ্টিকের ড্রামে অভিনব কৌশলে লুকানো অবস্থায় দেশের ইতিহাসে সর্বোচ্চ হেরোইনের চালান ১০ কেজি হেরোইন উদ্ধার করা হয় এবং মাদক সম্রাট  শরিফুল ইসলাম ওরফে ধুলু মিয়া (৫০), সহযোগী   মোমিনুল ইসলাম, উভয়- চাপাইনবাবগঞ্জ সদর, চাপাইনবাবগঞ্জ‘কে গ্রেফতার করা হয়।
 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মোঃ শরিফুল ইসলাম ওরফে ধুলু মিয়া সংঘবদ্ধ মাদক চক্রের নেতৃত্ব প্রদান করে। তাঁর নেতৃত্বে এই চক্রটির সদস্যরা এলাকায় বিভিন্ন পেশার ছদ্মবেশের আড়ালে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে বিপুল পরিমাণ হেরোইন চোরাচালান করে থাকে। গতকাল রাতে তারা হেরোইনের এই চালানটি সীমান্তবর্তী এলাকা দিয়ে নিয়ে এসে বাড়ীর পিছনে ৪০০ মিটার দূরে বাঁশ বাগানের মাটির গর্তে পুতে রাখা প্লাষ্টিকের ড্রামের ভিতর লুকিয়ে রাখে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি টাকা। এর আগেও বেশ কয়েকবার তারা এ পন্থায় বিপুল পরিমান মাদক সরবরাহ করেছে বলে স্বীকার করে।  আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

উপরে