বিএনপির হরতাল এক দিন পিছিয়ে মঙ্গলবার
বিএনপির সোমবার (১৮ ডিসেম্বর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি এক দিন পিছিয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে দলটি।
রোববার দুপুর ২টার দিকে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় হরতালের তারিখ পরিবর্তন করা হয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
টানা কর্মসূচির মধ্যে সবশেষ মঙ্গল ও বুধবার ৩৬ ঘণ্টার অবরোধ পালন করে বিএনপি।
গেল ২৮ অক্টোবর ঢাকায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংর্ঘষের পর থেকে কর্মসূচি দিয়ে আসছে দলটি।
এটি চতুর্থ দফা হরতাল কর্মসূচি। এ পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো তিন দফায় হরতাল এবং ১১ দফায় অবরোধ কর্মসূচি করেছে।