Main Logo
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৩ ২০:৪৪

কাশিমপুর কারাফটকে ৩০০ ইয়াবাসহ প্রধান কারারক্ষী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
কাশিমপুর কারাফটকে ৩০০ ইয়াবাসহ প্রধান কারারক্ষী গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর উচ্চ নিরাপত্তার কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম ৩০০ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে কারাগারে প্রবেশের সময় অন্য কারারক্ষীরা তাকে তল্লাশি করে তার কাছ থেকে ইয়াবাগুলো জব্দ করেন।  পরে পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করে।

সাইফুল ইসলাম (৫৯) চাঁদপুরের মতলব থানার আদলবিটি এলাকার আব্দুল জলিলের ছেলে।

কারা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম কারাগারের ভেতরে প্রবেশ করছিলেন। এসময় নিয়ম অনুযায়ী অন্য রক্ষীরা তাকে তল্লাশি করেন। পরে তার ইউনিফর্মের প্যান্টের ডান পকেট থেকে ৩০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসময় কারারক্ষীরা তাকে আটক করেন। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা জানান, তল্লাশি ছাড়া কাউকে কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তিনি কারারক্ষীদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে তল্লাশি করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

উপরে