'প্রার্থিতা বাতিলের শঙ্কায় অনেক প্রার্থী'
বিবিসি বাংলা
প্রার্থিতা বাতিলের শঙ্কায় অনেক প্রার্থী -দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম এটি। বিস্তারিত খবরে বলা হয় আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের মাত্রা প্রতিদিনই বাড়ছে। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সহিংসতাও।
সতর্কবার্তা, ভৎসর্না, শোকজ, মামলা – এমনকি কারাদণ্ড দিয়েও থামানো যাচ্ছে না প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের। বিষয়টি নিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠেছে নির্বাচন কমিশন।
তাই আচরণবিধি ভাঙার শাস্তি হিসেবে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।
ভোট বর্জনের নতুন কর্মসূচি আগামী সপ্তাহে শুরু – কালের কণ্ঠের শিরোনাম। এই প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জনের ডাক দিয়েছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।
এই আহ্বানের পক্ষে আগামী সপ্তাহ থেকে টানা এক সপ্তাহের হরতাল-অবরোধের কর্মসূচিতে যাচ্ছে দলগুলো। এবারের কর্মসূচিতে হরতাল-অবরোধের পাশাপাশি ভিন্ন নামে একই ধরনের কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে।
সম্প্রতি বিএনপির কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক সূত্রে জানা গেছে, ১ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ভোট বর্জনের কর্মসূচিতে হরতাল-অবরোধই থাকছে।
এরপর নির্বাচন বাতিলের দাবিতে কর্মসূচি শুরু হবে। পুরো জানুয়ারি মাসের প্রতি সপ্তাহে কয়েক দিন বিরতি দিয়ে হরতাল-অবরোধের কর্মসূচি চলতে পারে।
গণসংযোগে মনোযোগ বিএনপির – দেশ রুপান্তরের শিরোনাম।
ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নতুন কর্মসূচির মধ্যে আছে আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ। এর আগে গতকাল রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধের কর্মসূচি পালন করে দলটি।
কর্মসূচি পালনকালে গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা চারটি বাসে আগুন দেয়। এর মধ্যে ঢাকায় তিনটি ও কুমিল্লায় একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আজ সোমবার বড়দিন উপলক্ষে কোনো কর্মসূচি রাখেনি দলটি।