আওয়ামী লীগকে ক্ষমতায় এনে ভারত বাংলাদেশকে সিকিম বানতে চায় : ইসলামী আন্দোলন
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় এনে ভারত আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সিকিম বানানোর ষড়যন্ত্রে আদাজল খেয়ে নেমেছে। ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অনধিকারচর্চায় লিপ্ত হয়েছে। তারা একটি বিশেষগোষ্ঠীর সাথে আতাত করে বাংলাদেশকে দখল করতে চায়। কিন্তু বাংলাদেশের মুক্তিকামী জনতা পাক হানাদারবাহিনীর মতো ভারতকে উচিত জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, এখনো সময় আছে আলোচনার টেবিলে বসুন। সংসদ ভেঙে দিন। নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করুন। দেশকে মহাসংকট থেকে হেফাজত করুন। ৭ তারিখের একতরফা নির্বাচন থেকে সরে আসুন। বাংলাদেশের জনগণ ৭ তারিখের নির্বাচন প্রতিহত করতে পূর্ণ প্রস্তুত।
সংগঠনের নগর ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডা. মুহাম্মদ শহীদুল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন, আলহাজ আলতাফ হোসেন, আলহাজ আবদুল আউয়াল, মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, আলহাজ নজরুল ইসলাম, আলহাজ ফজলুল হক মৃধা, মাওলানা কামাল হোসাইন, এম এইচ মোস্তফা, মুফতি আবদুল আহাদ, এডভোকেট মনির হোসাইন, মুফতি আকতার হোসাইন প্রমুখ।
মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম একতরফা পাতানো নির্বাচন বাতিলের দাবিতে আগামিকাল ৩১ ডিসেম্বর রবিবার বেলা ১১টায় বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েত হয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি কর্মসূচি সফল করার জন্যে নগরবাসীর প্রতি আহ্বান জানান।