Main Logo
আপডেট : ৪ জানুয়ারী, ২০২৪ ১৯:০৪

আইজিপির সাথে কমনওয়েলথ এক্সপার্ট টিমের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
আইজিপির সাথে কমনওয়েলথ এক্সপার্ট টিমের বৈঠক
আগামী ৭ জানুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সফররত কমনওয়েলথ এক্সপার্ট টিমের ১০ সদস্যের প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার সকালে  ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর সাথে বৈঠক করেছেন।
 
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন Orette Bruce Golding. অপর সদস্যরা হলেন, Jeffrey Salim Waheed, Dr. Smauel Azu’u Fonkam, Prof. Attahiru Muhammadu Jega, Mark Howard Stephens, Sabyasachi Banerjee, Prof. Dinesha Samararatne, Alwina Hennah Hesulu Joku, Terry Dale Ince Leig এবং Pauline Njoki Njoroge।
 
পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত এ বৈঠকে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
কমনওয়েলথ  এক্সপার্ট টিমের প্রতিনিধিগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে পুলিশ প্রধানের কাছে জানতে চান। পুলিশ প্রধান নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।
উপরে