Main Logo
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২৪ ১৫:২১

আগামীতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করবে: পিটার হাস

নিজস্ব প্রতিবেদক

আগামীতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করবে: পিটার হাস

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, আগামী দিনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করবে। বুধবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পিটার হাস বলেন, নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক ও পারস্পরিক বিষয় কীভাবে এগিয়ে নিতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যবসা বাণিজ্য, রোহিঙ্গা ও জলবায়ু পরিবর্তন ইত্যাদি। আগামী মাসগুলোতে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করে যাব।

১১ জানুয়ারি শপথ নেওয়ার মধ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন হাছান মাহমুদ। নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পিটার হাসের এটিই প্রথম সাক্ষাৎ।

উপরে