Main Logo
আপডেট : ১১ মার্চ, ২০২৪ ১৬:১৯

আবারো বাংলাদেশে আশ্রয় নিল মিয়ানমার সীমান্ত বাহিনীর ২৯ সদস্য

নিজস্ব প্রতিবেদক
আবারো বাংলাদেশে আশ্রয় নিল মিয়ানমার সীমান্ত বাহিনীর ২৯ সদস্য

আজ সকাল ৯টার দিকে মিয়ানমারের ২৯ সীমান্তরক্ষী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।  বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকা দিয়ে তারা ঢুকে। 
মিয়ানমারে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ২৯ সদস্য বাংলাদেশে ঢুকে আশ্রয় নিয়েছে।
আজ সোমবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জামছড়ি বিওপির সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প থেকে ২৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
স্থানীয়রা জানান, আজ সকাল ৯টার দিকে বান্দরবানের নাইক্ষংছড়ির সীমান্ত এলাকা দিয়ে এই বিজিপি সদস্যরা বাংলাদেশে প্রবেশ করে। এর আগে গত মাসে মিয়ানমারে থেকে আসা ৩০২ বিজিপি সদস্যসহ ৩৩০ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর চলমান সংঘর্ষের জেরে গত মাসের শুরু থেকে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ মিয়ানমারের নাগরিকরা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া শুরু করে।
তাদের মধ্যে বিজিপি, সেনাবাহিনী, ইমিগ্রেশন সদস্য, পুলিশ ও অন্যান্য সংস্থার সদস্য ছিল। বিজিবি তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নেয়।

 

উপরে