Main Logo
আপডেট : ১৩ মার্চ, ২০২৪ ২০:২৪

সিআইডি প্রধানের সাথে UNODC এর প্রতিনিধি দলের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
সিআইডি প্রধানের সাথে UNODC এর প্রতিনিধি দলের মতবিনিময় সভা
আজ বুধবার সকাল ১১ টায় সিআইডি প্রধানের কার্যালয়ে Mr. Dimosthenis Chrysikos, Crime Prevention & Criminal justice Officer, UNODC, Vienna এর নেতৃত্বে একটি দল  সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বিপিএম পিপিএম মহোদয়ের সাথে মতবিনিয় করে। মতবিনিময় কালে সিআইডি এবং UNODC এর  মধ্যে মানব পাচার প্রতিরোধ ও দমন, মানিলন্ডারিং, মানব পাচার অপরাধ দমন ও তদন্তে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স এর গুরুত্ব এবং মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে UNODC এর  করণীয় সহ বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে  আলোচনা হয়। এ সময় মানব পাচার অপরাধের সাথে জড়িত সঙ্ঘবদ্ধ অপরাধী চক্রের শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে মামলা তদন্ত, প্রসিকিউশন ও বিচার ব্যবস্থা সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সুষম সমন্বয়ের জন্য ফোকাল পয়েন্ট নির্ধারণের বিষয়ে সিআইডি প্রধান গুরুত্ব আরোপ করেন। এছাড়া UNODC এর  প্রতিনিধি মানব পাচার অপরাধ দমনে তথ্য আদান প্রদান, তথ্য শেয়ারিং এবং তদন্ত তদারকী ও তদন্তকারী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিষয়ে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়াও মানব পাচারকারী সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তি এবং মানব পাচারের শিকার সাধারণ মানুষের যথাযথ বিচার নিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন তদন্তকারী সংস্থা, প্রসিকিউশন এবং বিচারকদের নিয়ে টিম গঠন করত নিয়মিত সমন্বয়ের প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করা হয়েছে। উল্লেখ্য যে মানব পাচার নিয়ে সিআইডি জাস্টিস কেয়ার, আইওএম, উইনরক, আইএলও, আইআরসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে প্রতিনিয়ত সমন্বয় করে কাজ করে যাচ্ছে। 
ন্যায় বিচার প্রতিষ্ঠা, দ্রুত অপরাধীদের শাস্তি এবং সাক্ষীদের নিয়মিত কোর্টে হাজির করার জ্ন্য সিআইডি হেডকোয়ার্টারে একটি “মানব পাচার সেল” গঠন করা হয়। উক্ত সেল মানব পাচারের শিকার ভিকটিম সাপোর্ট, মানব পাচার সংক্রান্তে প্রয়োজনীয় ক্ষেত্রে মামলা রুজু করার ব্যবস্থা গ্রহণ, মামলা অধিগ্রহণ, তদন্ত ও তদারকী, গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক নিয়মিত অভিযান পরিচালনা করে। 
• ভূক্তভোগী ব্যক্তিগণ সরাসরি সিআইডি’র মানব পাচার সেলে অভিযোগ দাখিল করতে পারবে।
হটলাইন নাম্বারঃ- 01320017060
ইমেইলঃ- thb.cid@ police.gov.bd
• বিদেশে গমনের পূর্বে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তিকে সিআইডির মানব পাচার সেলে যোগাযোগ করে ভিসা সহ গমনাগমন সংক্রান্ত আনুষাঙ্গীক কাগজ পত্রের সত্যতা যাচাই করার অনুরোধ করা হলো।
• যে কোনো ধরনের মানব পাচার বা প্রতারক কর্তৃক প্রতারিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হলে অথবা সন্দেহ হলে তাৎক্ষণিক ভাবে সিআইডির মানব পাচার সেলে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
উপরে