Main Logo
আপডেট : ১০ এপ্রিল, ২০২৪ ১৩:৫২

অভিনব কৌশলে মাদক পাচার : তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
অভিনব কৌশলে মাদক পাচার : তিনজন গ্রেপ্তার

অভিনব কৌশলে পিকআপের পিছনে বিশেষভাবে তৈরি বক্সের ভিতর বহনকালে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আজ  ১০ এপ্রিল  ভোরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে পিকআপের পিছনের ডালার নিচে বিশেষভাবে তৈরি করা বক্সের ভিতর করে মাদক বহনকালে আনুমানিক ১২ লাখ টাকা মূল্যমানের ৪০  কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নাজিম উদ্দিন (৩৬),  সাদ্দাম হোসেন @ আবু সাঈদ (৩৬) ও  জামাল হোসেন @ বাতেন (৩৭)।
এ সময় তাদের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত ১টি পিকআপ (সিঙ্গেল কেবিন) জব্দ করা হয়। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে মাদক বহন করার জন্যই জব্দকৃত পিকআপটি বিশেষভাবে প্রস্তুত করে। দীর্ঘদিন ধরে তারা এই অভিনব কৌশলে মাদক বহন করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

উপরে