Main Logo
আপডেট : ৩ জুন, ২০২৪ ২১:৪৬

দুই নারীসহ রাজধানীতে চার ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
দুই নারীসহ রাজধানীতে চার ডাকাত গ্রেপ্তার

রাজধানীতে চাঞ্চল্যকর ডাকাতি মামলার ৪ ডাকাত গ্রেফতারসহ ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করেছে ওয়ারী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মোক্তার হোসেন (৫৪), সাদেক হোসেন (৩৬), নাসিমা বেগম (৪০) ও  কাজল (২৫)। গত ৩১ মে রাজধানীর কাপ্তান বাজার এলাকায় এক স্বর্ণকারের কর্মচারির কাছ  থেকে স্বর্ণালংকার ডাকাতি করা হয়। 

স্বর্ণকার  মোহাম্মদ আলী  (৪৩) গত ৩১ মে  ওয়ারি থানায় গিয়ে অভিযোগ দেন তার ছোট ভাই মোঃ জসিম (৩৭) দোকানের কর্মচারী মালেক (৫৮) সহ ৩০ মে দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকার তাঁতীবাজার যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। বিকাল সোয়া ৩ টার দিকে গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে সাড়ে ৩ টার দিকে ওয়ারী থানাধীন কাপ্তান বাজারস্থ এরশাদ মার্কেট ভবন-১ এর সামনের পাকা রাস্তার উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় বাদীর ছোট ভাই জসিম (৩৭) পিছনে তাকিয়ে দেখতে পায় তার দোকানের কর্মচারী মালেক তার সাথে নেই।  কর্মচারির সাথে ৪০ (চল্লিশ) ভরি ৫ (পাঁচ) আনা ৪ (চার) রতি ০৭ (সাত) পয়েন্ট গলিত স্বর্ণ ছিল। যার আনুমানিক মুল্য ৪৫ লাখ টাকা। বাদীর ভাই তার কর্মচারীকে না পেয়ে মোবাইলে ফোন দেয় কিন্ত কর্মচারীর মোবাইল ফোন বন্ধ পায়। বিকাল পৌনে ৪ টার দিকে দোকানের কর্মচারী মালেক বাদীর ভাইকে ফোন দিয়ে জানায় যে, ৫/৬ জন অজ্ঞাতনামা ডাকাত দলের সদস্য তাকে ওয়ারী থানাধীন কাপ্তান বাজারস্থ এরশাদ মার্কেট ভবন-১ এর সামনে থেকে জোরপূর্বক ঠাটারীবাজার স্টার হোটেল গলির ভিতরে নিয়ে গিয়ে তাকে কিল-ঘুষি মারিয়া ও ভয়ভীতি দেখাইয়া তার সাথে থাকা স্বর্ণালংকারগুলো ছিনিয়ে নিয়ে গেছে। বাদী তার ভাই ও ভাইয়ের দোকানের কর্মচারীর নিকট থেকে ঘটনার বিস্তারিত শুনে থানায় মামলা করেন। 
 
ওয়ারি থানার অফিসার ইনচার্জ জানে আলম জানান, প্রাথমিকভাবে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ওয়ারী থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ডাকাতি সংঘটন করে থাকে। অত্র মামলাটি ছিল একটি ক্লুলেস মামলা। এজাহারে অজ্ঞাতনামা আসামী ছিল। মামলাটি রুজু হওয়ার পর জনাব মোঃ শামীম হাসান মোল্লা, পুলিশ পরিদর্শক (অপারেশন) এর নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই/মোঃ কামাল উদ্দিন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ), ডিএমপি, ঢাকা মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, ওয়ারী থানা, ডিএমপি, ঢাকা এর  প্রত্যক্ষ সহায়তায় ঘটনাস্থল ও আশেপাশের প্রায় ১৩০ (একশতত্রিশ)টি সিসিটিভির ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসামীদের সনাক্ত পূর্বক তথ্য-প্রযুক্তির সহায়তায় একটানা আটচল্লিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কৌশলে আসামীদের ঢাকাসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া ২ জন ডাকাত ও ২ জন সহযোগীকে গ্রেফতার করেন। পরবর্তীতে আসামীদের স্বীকারোক্তি মোতাবেক পলাতক আসামী আবুল খায়ের এর বাসায় অভিযান পরিচালনা করিয়া তার স্ত্রীর মোছাঃ নাসিমা বেগম (৪০) এর দেখানো মতে, নারী কনস্টবল/সুমি আসামীর মেয়ে মোছাঃ কাজল (২৫) এর দেহ তল্লাশী করিয়া ডাকাতি হওয়া স্বর্ণের মধ্য হইতে ৫৪.৫৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করেন এবং নাসিমার দেখানো মতে, নাসিমার নিজ শয়ন কক্ষের খাঁটের নিচে  লুকায়িত অবস্থান হইতে ৪৪৫.১৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করেন।

উপরে