আনোয়ারুল আজীম হত্যা : আদালতে স্বীকারোক্তি দিলেন আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ
সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতা কাজী কামাল আহমেদ।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোহাম্মদ জসীম আজ শুক্রবার আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আদালত সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আনোয়ারুল খুনের মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদকে আজ আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে আদালত তাঁর জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মামলার অন্যতম আসামি খুলনা অঞ্চলের এক সময়ের দুর্ধর্ষ চরমপন্থী সন্ত্রাসী শিমুল ভূঁইয়ার ১৬৪ ধারার জবানবন্দিতে কাজী কামালের নাম উঠে আসে। আসামির সঙ্গে শিমুলের হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়। আনোয়ারুল আজীমকে খুন করার পর তাঁর পোশাক খুলে ছবি তোলে খুনিরা। সেই ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয় কাজী কামালের ফোনে।