Main Logo
আপডেট : ৬ জুলাই, ২০২৪ ২১:৩২

বান্দরবানে ১৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক
বান্দরবানে ১৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিল সেনাবাহিনী

বান্দরবানে ভারী বর্ষণ, জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী।

শনিবার (৬ জুলাই) দুপুরে বান্দরবান সেনানিবাস মাঠে সেনাবাহিনীর সদর জোনের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। এ সময় সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের উপ-অধিনায়ক মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান।

খাদ্য সহায়তার মধ্যে ছিল ১৫০ পরিবারের জন্য পরিবার প্রতি ২ কেজি চিড়া, ৫০০ গ্রাম খেজুর, ১ কেজি গুড়, ২ লিটার পানি, ৩ প্যাকেট নুডলস, ৫০০ গ্রাম বিস্কুট ও ৫টি করে খাওয়ার স্যালাইন।

এ এস এম মাহমুদুল হাসান বলেন, বান্দরবান পার্বত্য জেলায় বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তার পাশাপাশি প্রতিনিয়তই মানবিক উন্নয়ন কর্মকাণ্ডে অপরিসীম ভূমিকা রেখে চলেছে। প্রতিনিয়তই বান্দরবান সেনাজোন যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সর্বদা পাশে যে দাঁড়িয়েছে আজও তার বিকল্প নয়। সম্প্রতি ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আজ আমাদের এ সামান্য সহায়তা দিতে পেরে আমরা আনন্দিত বলে আশাবাদ ব্যক্ত করে ভবিষ্যতে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

উপরে