Main Logo
আপডেট : ১৭ জুলাই, ২০২৪ ১২:৪৮

দেশের কয়কটি এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা, হচ্ছে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
দেশের কয়কটি এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা, হচ্ছে সংঘর্ষ

দেশের বরিশাল, ফেনী, জামালপুরসহ বেশ কয়েকটি জেলায় কোটা বিরােধী আন্দােলনে থাকা শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এ সময় ক'টি এলাকায় পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এর মধ্যে ফেনীতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, পদ্মা সেতুর মাওয়া পয়েন্ট, মাদারীপুরের মোস্তফা পুর, ব্রাহ্মনবাড়িয়া, জামালপুেরে কােটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ চলছে। এসব এলাকা থেকে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ফেনীতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত। 
কোটা বিরোধী আন্দোলন ঘিরে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় ছয় জনের মৃত্যুর ঘটনার বেশ থমথমে পরিস্থিতি দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অনেককে বের করে দেয়া হয়েছে হল থেকে। এমনকি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের হলের রুম ভাঙচুর করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্রী হলের পর  ছাত্রদের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং জিয়াউর রহমান হল থেকে ছাত্রলীগ নেতাদের মেরে বের করে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার (১৭ জুলাই) ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু হল, সকাল সাড়ে ৬টার দিকে সার্জেন্ট জহুরুল হক হল এবং সোয়া ৮ টার দিকে জিয়াউর রহমান হল থেকে ছাত্রলীগ নেতাদের বের করে দেন শিক্ষার্থীরা। নেতাদের বের করে দিয়ে তাদের রুমের সব জিনিসপত্র ভাঙচুর করতেও দেখা যায়। ছাত্রলীগ নেতাদের বের করে দিয়ে হলে বিজয়োল্লাস করতেও দেখা যায় শিক্ষার্থীদের।

উপরে