সচিবালয়ে নামিয়ে ফেলা হয়েছে শেখ হাসিনার ছবি
দেশের সব কিছু যেমন পাল্টে যাচ্ছে তেমন পাল্টে যাচ্ছে সচিবালয়ের চিত্রও । যেসব কর্মকর্তা শেখ হাসিনার প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলতেন তাদের কাছ থেকেও শোনা গেছে বিরোধী কথা বার্তা। বিভিন্ন অফিসপ্রধানের কক্ষ থেকে নামিয়ে ফেলতে দেখা গেছে সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।
আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে সচিবালয়ে দেখা যায় ঢিলেঢালা অবস্থা। সব অফিসার আসেননি। যারা এসেছেন তাদের শেখ হাসিনার পদত্যাগ করার বিষয়ে আলোচনা করতে দেখা যায়। কাজ কর্ম না করে কর্মকর্তা- কর্মচারিদের দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলে সময় পার করতে দেখা যায়। কিন্তু অনেকের চোখেমুখেই আতঙ্ক।
মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে গিয়ে দেখা গেল, অনেক কর্মকর্তা-কর্মচারীর চোখেমুখে ভয়ের ছাপ। শেখ হাসিনার সরকার পদত্যাগের পর কোন মন্ত্রী আর আসেননি। তবে বেশ কয়েকজন সচিব অফিস করেছেন। আইন মন্ত্রণালয়ে দেখা গেল, মন্ত্রী আনিসুল হকের নামফলক মুছে ফেলা হয়েছে। জানতে চাইলে তাঁর দপ্তরের একজন কর্মকর্তা জানালেন, কে মুছে ফেলেছে তা তিনি জানেন না।
অন্য একটি দপ্তরের একজন কর্মকর্তার কক্ষে গিয়ে দেখা গেল, পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নেই। তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো আছে। এদিন বিভিন্ন দেয়াল থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিসহ অন্যান্য ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে।
কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, এখন কার্যত সরকার নেই। ফলে আজ তাঁরা তেমন কোনো নির্দেশনাও পাননি। সরকারি চাকরি করেন, তাই অফিসে এসেছেন।
সরকারি অফিস সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে আজ দুপুর ১২টার দিকেই কর্মকর্তা-কর্মচারী অফিস ছেড়ে বের হয়ে যান। এ সময় কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানালেন, বিদ্যমান পরিস্থিতিতে আজ ‘অটো ছুটি’ হয়ে গেছে।