এই মুহূর্তে আর কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
বাংলাদেশ ছাত্রলীগ ছাড়া এই মুহূর্তে আর কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, সরকার শুধু বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। আর কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে সরকারে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বাংলাদেশ আওয়ামী লীগসহ ১১টি দলকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে অনুমতি না দিতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। এ বিষয়ে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, নির্বাচন কমিশন ও পুলিশের মহাপরিদর্শকের প্রতি নির্দেশনা দেওয়ার আরজি জানানো হয়েছে রিটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমসহ তিনজন আবেদনকারী হয়ে এই রিট করেছেন।
বিষয়টিকে সরকার সমর্থন করে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, এটি যেহেতু বিচারাধীন বিষয়, তাই এ বিষয়ে তাঁরা মন্তব্য করবেন না।