সীমান্তে যুবলীগ নেতা আটক
মৌলভীবাজারের জুড়ী সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ নুরুল ইসলাম নামের স্থানীয় এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সোমবার (৪ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বটুলী সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ প্রেক্ষিতে বিজিবির ডাকটিলা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮২৮/এমপি এর নিকট সীমান্তের শূন্যলাইন হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব বটূলী নামক স্থানে গমন করে ওঁৎ পেতে থাকে। আনুমানিক রাত ১১:৩০ টায় বর্ণিত স্থানে ০৩ জন ব্যক্তিকে দেখে বিজিবি টহলদল তাদেরকে অনুসরণ করে এবং মাদক হস্তান্তরের সময় মোটর সাইকেলসহ একজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অপর দুইজন রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দৌঁড়ে জঙ্গলে পালিয়ে যায়। আটককৃত ব্যক্তির পকেট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫,০৫০/- টাকা এবং ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি জুড়ী উপজেলার দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত কনর মিয়ার ছেলে মোঃ নুরুল ইসলাম (৪২)। স্থানীয় সূত্রে জানা যায়, সে জুড়ী উপজেলা যুবলীগের নেতা। তার বিরুদ্ধে সীমান্তে গরু চোরাচালান, মাদক ও মানব পাচারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। আরও জানা যায়, গত ০৫ আগস্টের পর থেকে সে গা ঢাকা দিয়েছে এবং সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশেরও চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে জুড়ী থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।