Main Logo
আপডেট : ৬ নভেম্বর, ২০২৪ ১২:০০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক

মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা সহনীয় পর্যায়ে

নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা সহনীয় পর্যায়ে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে এসেছে। 

আজ বুধবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা  মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এতে রাজধানীতে মাঠ পর্যায়ের পুলিশ, র্যাব ও  গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন,  ক্রিমিনাল যতো বড়ই প্রতাপশালী হোক যে দলেরই হোক তাকে ছাড় দেয়া হবে না। এ ছাড়া চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।  তিনি আরো বলেন, আজকের সভায় রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। মোহাম্মদপুরে সহনীয় পর্যায়ে  এসেছে। মোহাম্মদপুরের মতো অন্য এলাাকায়ও কাজ করতে হবে। 
তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরো উন্নতি করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। জাড়া কাজ করেছ। রাস্তায় দোকান বসানোর কারনে ট্রাফিকের সমস্যা হচ্ছে। দোকান উঠিয়ে দিলে কিছুক্ষন পর আবার বসে যাচ্ছে।   চাদাবাজির বিরুদ্ধ কঠোর অবস্থান নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন.ফুটপাতের দোকানের কথা বলা হয়নি রাস্তার দোকানের কথা বলা হয়েছে। 

উপরে