গাজীপুরের তিন স্থানে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
আবারও বেতনের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। শিল্প পুলিশের টঙ্গী জোনের এডিশনাল এসপি মইনুল হক আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে জানান, আজ গাজীপুরের তিনটি জায়গায় বিক্ষোভ চলছে।
টঙ্গীসহ বাকি দুই স্থান হল— চক্রবর্তী ও বাঘের বাজার।
আজ সকাল নয়টা থেকে আনুমানিক দেড় ঘণ্টা ধরে তারা টেক্স ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা চলতি মাসের বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করছিলেন।
পরে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে কারখানার ভেতরে নিয়ে আসা হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই কারখানার শ্রমিকরা এখন মালিক পক্ষের সাথে বৈঠক করছেন।
“চক্রবর্তী ও বাঘের বাজারেও দু’টো কারখানায় আন্দোলন চলছে। এক্ষেত্রে যেটা হয়, আন্দোলন শুরু হলে আশেপাশের কারখানার শ্রমিকরাও তাতে যুক্ত হয়। তবে মূল ঝামেলা হচ্ছে তিনটাতে,” বলেন মি. হক।
“তারা টেক্সের ঝামেলা হল, মালিক বলেছিলো আগামীকাল বেতন দিবে। তবে শ্রমিকরা আজই চাইছে।”