Main Logo
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২৫ ১৯:১৪

মালয়েশিয়ায় বাংলাদেশিদের মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় বাংলাদেশিদের মাল্টিপল ভিসা দেওয়ার
 আহ্বান প্রধান উপদেষ্টার

মালয়েশিয়াকে বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়াও গত বছরের মে মাসে মালয়েশিয়ায় কাজে যোগদান করতে না পারা ১৮ হাজার বাংলাদেশি কর্মীর প্রবেশ সহজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে যান মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান। তার সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান জানিয়েছেন, যাতে তারা দেশে ভ্রমণ করতে পারেন এবং প্রয়োজনে ফিরে আসতে পারেন।
হাইকমিশনার বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ কারিগরি কমিটি গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে এ বিষয়ে একটি বৈঠক করেছে এবং মঙ্গলবারও  (আজ) এ সংক্রান্ত আরেকটি বৈঠকের কথা রয়েছে। 
গত বছরের অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে সাক্ষাতের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে মালয়েশিয়া এ প্রক্রিয়া ত্বরান্বিত করবে, যাতে পরবর্তী দফায় মালয়েশিয়ায় কাজের জন্য বাংলাদেশি শ্রমিকরা পরিকল্পনা সাজাতে পারে।
সাক্ষাতে প্রধান উপদেষ্টা মালয়েশিয়াকে গত ১ জানুয়ারি থেকে আসিয়ানের সভাপতির দায়িত্ব নেওয়ায় অভিনন্দন জানান।

উপরে