Main Logo
আপডেট : ২৪ জুন, ২০২০ ০৮:১৭

ধর তক্তা মার পেরেক

আশফাকুল নোমান

ধর তক্তা মার পেরেক

ফেটে গেছে কঞ্চি ফেটে গেছে বাঁশ
দরজায় খিল দিয়ে করি হাঁসফাঁস 
জানালায় খিল নেই চালে নেই শন 
ঠাণ্ডা হাওয়ায় কাঁপে ঠন ঠন ঠন ।
ধর তক্তা মার পেরেক । 
সূর্যটা ডুবে গেছে ডুবে গেছে চাঁদ 
অন্ধকার হা করে গিলে খায় রাত 
রাত এসে ভর করে ঘরের ভিতর 
আঁধারে ছেয়ে যায় মন আর ঘর ।
ধর তক্তা মার পেরেক।
চোখটা খেয়ে নেয় রাতের আঁধার 
আলো জ্বালি ঠিকি,  দেখি না আর 
চোখের ওই আলো,  যদি না থাকে 
বাইরের আলো দিয়ে দেখব আর কাকে । 
ধর তক্তা মার পেরেক। 
চারদিকে ফেটে যায় কঞ্চি আর বাঁশ 
দরজায় ডেকে উঠে সাদা কালো হাঁস 
সোনার ডিম দেবে হাঁস গেল কই 
হাঁস নাই ডিম নাই একা বসে রই ।
ধর তক্তা মার পেরেক । 
একা একা কাটে না আঁধারের রাত 
চারদিকে ছেয়ে আছে খুব মিহি ফাঁদ 
ফাঁদের ভিতর যার হয়েছে পতন 
সেই ফাঁদেই কাটে তার দুঃখের জীবন ।
ধর তক্তা মার পেরেক।  
জীবনটা হয়ে যায় রাতের আঁধার 
ফাঁদের  ভিতর কাটে জীবনের ধার 
সে জীবন শেষ হয় ফাঁদের  ভেতর 
তক্তা পেরেকে বানায় মরণের ঘর ।

উপরে