Main Logo
আপডেট : ২ নভেম্বর, ২০২৩ ১২:০০

আজকের ছড়া

সেলফিবাজ

তাছাদ্দুক হোসেন

সেলফিবাজ
তাছাদ্দুক হোসেন

সাগর তলে জেলফিসে
ডাঙায় ঘুরে সেলফিসে
সেলফিসেরা সেলফি তুলে 
আপলোডে যায় ফেইসে
ফেইসে মানে ফেসবুকেতে
থাকে ঘোড়ার রেইসে।
সেলিব্রিটির কাঁধ ধরে 
হাতের মুঠোয় হাত ধরে
ভেটকিয়ে মুখ ক্লিক ক‍্যামেরায়
আজব নানান ভঙ্গিতে 
সেলফি মারে,উনার বাড়ি
গাজীপুরের টঙ্গীতে।

উপরে