আপডেট : ৬ নভেম্বর, ২০২৩ ১০:৪১
আজকের ছড়া/কবিতা
বোকাসোকা
তাছাদ্দুক হোসেন

মাঝে মাঝে ফাঁকি দেয়া
নিজেকেই ফাঁকি দিয়ে বসা
ফাঁকের ফাঁকিতে পড়ে
নাজেহাল বেসামাল দশা।
সুচতুর ভেবে খুব
তৃপ্তির ঢেকুরেতে ঢোকা
তার আড়ে চুপি চুপি
সুখ কাটে কাঠ ঘুণপোকা।
পরিযায়ী পাখি হাঁটে
ঘন বন ভাবে নিরাপদ
গরিমায় গ্রীবা নাচে,
নিশ্চিত এ অহম বদ।
ফাঁক খুঁজা ফাঁকি খুঁজে
ফাঁকের ফাঁকিতে বড়ো ফাঁক
তবলার বোলে গায়
গলা ছেড়ে বোকসোকা ঢাক।